fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পানীয় জলও বিদ্যুতের দাবিতে কলসি ও বালতি নিয়ে বিক্ষোভ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর): পানীয় জল ও বিদ্যুতের দাবিতে নন্দীগ্রাম রেয়াপাড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামের সহস্রাধিক মহিলারা। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া বিডিও অফিসের সামনে মহিলারা খালি কলসি, বালতি হাতে নিয়ে বিক্ষোভ দেখায় জল ও বিদ্যুতের দাবিতে।

অফিসে বিডিও না থাকায় আরও বিক্ষোভ আরও চরমে ওঠে। খবর পেয়ে ছুটে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। সামাল দিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মহিলারা। পুলিশ বিষয়টি দেখায় আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

স্থানীয় বিজেপির নেতা প্রলয় পাল বলেন, প্রশাসনিক দফতরে যোগাযোগ করা হলে কোন সুরাহা মেলেনি। তাই শুধু আমরা নয় স্থানীয় কিছু মহিলা এই বিক্ষোভে আমাদের সাথে সামিল হয়েছেন। কোন সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ওই বিজেপি নেতা।

Related Articles

Back to top button
Close