fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

সেলফিতে মত্ত, খাদে পড়ে মৃত্যু ইন্দোরের তরুনীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আবার সেলফি ডেকে আনল বিপদ। প্রাণটাও রেয়াত করল না। পাহাড়ের ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন। ইচ্ছে ছিল, সুন্দর প্রকৃতিকে পিছনে রেখে ছবিটা তুলবেন। সেই ইচ্ছেই কাল হল। খাদে পড়ে মারা গেলেন তরুণী। মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা।

বৃহস্পতিবার পরিবারের সঙ্গে পিকনিক করতে গেছিলেন ৩০ বছরের ওই তরুণী। ইন্দোর থেকে ৫০ কিলোমিটার দূরে জ্যাম গেট এলাকায়। পাহাড়ের ধারে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। আচমকা পা হড়কে পড়ে যান গভীর খাদে। সব শেষ। উপত্যকায় চার ঘণ্টা তল্লাশি চালায় পুলিশ। শেষ পর্যন্ত তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
Close