পশ্চিমবঙ্গ
ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু এক মহিলার
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাড়িতে ঘুমের বেশি পরিমাণে ওষুধ খেয়ে নেওয়ায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। আসানসোলের বারাবনি থানার ভাল্লাডি গ্রামের বাসিন্দা মৃত মহিলার নাম শীলারানি সেন, বয়স ৪৫।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শীলারানি সেন বাড়িতে একসঙ্গে বেশকিছু ঘুমের ঔষুধ খেয়ে নেন। বাড়ির লোকেরা তা জানতে পারার পরে, তাকে আসানসোল জেলা হাসপাতালের ফিমেল মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। পরে বিকালে সেখানে তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, শীলারানি সেন কোন কারনে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারনেই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতি হয়েছেন