গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম: আবারও নন্দীগ্রামে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রসের একদল সমর্থক। এবার যোগদান করলেন ৫০টি মুসলিম পরিবারের মহিলারা।
কয়েকদিন আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ৫০টি পরিবার। তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পাল। শুক্রবার বিকেলে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব মণ্ডলে টেঙ্গুয়াতে এক সভায় বিজেপিতে যোগদান করলেন ৫০টি মুসলিম পরিবারের মহিলারা। উপস্থিত ছিলেন পূর্ব মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘোড়া, সাধারণ সম্পাদক শংকর ধাড়া, ভূপালচন্দ্র দাস প্রমুখ। শংকর ধাড়া বলেন, “আজকে পূর্ব মণ্ডলের ৫০টি মুসলিম পরিবারের মহিলারা আমাদের দলে যোগদান করলেন। আগামীতে আরও সংখ্যালঘু সম্প্রদায়ারের মানুষজন নন্দীগ্রামে বিজেপিতে যোগদান করবেন।”
জানা গিয়েছে, এই সকল মহিলারা তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। জীবনযাত্রার মান উন্নয়নে তৃণমূল থেকে নুন্যতম কোনও সহযোগিতা না পাওয়ায় এঁরা বিজেপিতে যোগদান করেছেন।