
নিজস্ব প্রতিনিধি, কোলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেস। বুধবার শ্রদ্ধা নন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মশাল মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের মহিলারা।
[আরও পড়ুন- বিজেপির ভয়েই বন্ধ নবান্ন: দিলীপ]
এদিন উত্তর কলকাতার সাংসদ ডক্টর শশী পাঁজা ও রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তৃণমূল নেত্রী শশী পাঁজা জানিয়েছেন আগামীকাল স্বাভাবিকভাবে পরিষেবা চালু থাকবে। বিজেপি সন্ত্রাস পার্টি তাদের নবান্ন অভিযানে সফল হবে না।