fbpx
কলকাতাহেডলাইন

নীলাঞ্জনার সঙ্গে সাক্ষাতে মহিলা কমিশন রুবি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। আজ বেলা বারোটা নাগাদ বাইপাস সংলগ্ন রুবি হাসপাতালে দেখা করতে এসে ছিলেন ওয়েসট বেঙ্গল কমিধং ফর ওয়মেন এর সোদস্যরা। সেখানে তারা দীর্ঘ সময় ধরে নীলাঞ্জনার সঙ্গে কথা বলেন। সাক্ষাতের পর মহিলা কমিশনের সদস্য লীনা গঙ্গোপাধ্যায় জানান, নীলাঞ্জনা এখন সুস্থ আছেন। দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরছেন। তাই এখনই কোনও জিজ্ঞাসাবাদ নয়। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরলেই নীলাঞ্জনাকে দফতরে আসতে বলা হয়। নীলাঞ্জনা তাতে সম্মতি জানিয়েছেন।

সম্প্রতিক শহরে এক নারী নির্যাতন রুখতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন নীলাঞ্জনা। যা ইতিমধ্যেই সকলের কাছে দৃষ্টান্ত হয়ে গিয়েছে। নিজের প্রাণ বিপন্ন করেও অপরিচিত একজনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তিনি। নির্ভীকতার পরিচয় দিতে গিয়ে, নিজে হয়েছেন ক্ষত বিক্ষত। দুস্কৃতির গাড়ির ধাক্কায় পায়ের হাড় ভেঙে গুড়িয়ে গিয়েছে। তবুও থামেননি তিনি। কঠিন অস্ত্রপ্রচারের পর ফের স্বাভাবিক ভাবে হাঁটতে চেষ্টা করছেন তিনি।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে অন লাইনে ট্রেড লাইসেন্স

নীলাঞ্জনার সাহসে মুগ্ধ মিমি। তাঁর কথায়, ‘সকলে এমনভাবে এগিয়ে আসতে পারেন না। নীলাঞ্জনা পেরেছেন। আমার অতীতের স্মৃতি উস্কে দিল এই ঘটনা। তখন অনেকে সাবাসী দিয়েছিলেন। আবার অনেকে বলেছিলেন দুঃসাহস দেখিয়েছি। তবে নীলাঞ্জনাকে দেখে বুঝতে পারছি আমি ঠিকই করেছিলাম। তবে ওঁর মতো এতটা সাহস বোধহয় আমার নেই।’

 

 

 

 

Related Articles

Back to top button
Close