আমফান ক্ষতিপূরণের সমীক্ষক দলকে আটকে রেখে মহিলাদের বিক্ষোভ রায়দিঘিতে
অমিতাভ মণ্ডল, রায়দিঘি: সরকারের তরফে আরও এক দফায় আমফান ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর কাজ চলছে। যে সমস্ত মানুষ আবেদন করেছিলেন তাঁদের বাড়িতে পরিদর্শনে যাচ্ছেন সরকারি সমীক্ষক দল। এবার সেই দলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
রবিবার ঘটনাটি ঘটেছে মথুরাপুর- ২ নং ব্লকের কৌতলা গ্রাম পঞ্চায়েতের বাহিরচক এলাকায়। বিক্ষোভ সামাল দিতে আসে রায়দিঘি থানার পুলিশ। পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। গত দু’দিন ধরে বিডিও অফিসে নতুন করে ক্ষতিপূরণের আবেদন নেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে এদিন দুপুরে মথুরাপুর-২ ব্লকের কয়েকজন প্রতিনিধি কৌতলা গ্রাম পঞ্চায়েতের বাহিরচক গ্রামে ক্ষতিগ্রস্থদের ঘর পরিদর্শন করতে যায়। ঠিক সেসময় বিডিও অফিসের সমীক্ষক দলকে আটকে দেয় কয়েকজন গ্রামবাসী।
এরপর কিছু মহিলা এসে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, আমফানে বাড়িঘর ক্ষক্তিগ্রস্থ হলেও কোন অর্থ তারা পান নি। উল্টে পাকা বাড়ি ও শাসকদলের ঘনিষ্ঠরা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। তাই নতুন করে সমীক্ষায় লাভ হবে না। এসবই লোক দেখানো।
ওই সমীক্ষক দল বিক্ষুব্ধ মহিলাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোন কথা শুনতে চান নি মহিলারা। সমীক্ষক দলকে আটকে রাখা হয়। এরপরই রায়দিঘী থানা থেকে পুলিশ সেখানে পৌঁছয়। গ্রামবাসীরা পুলিশকেও আটকে রাখে। সন্ধে নাগাদ বিক্ষোভ ওঠে। মথুরাপুর ব্লক প্রশাসনের তরফে প্রকৃত ক্ষতিগ্রস্থরা বঞ্চিত হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।