বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বালিচকে আয়োজিত মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: বিজেপির মহিলা মোর্চা ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে বালিচকে অনুষ্ঠিত হল মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির। রবিবার ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তনুশ্রী সাঁতরা সামাটের নেতৃত্বে মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে।
মূলত মহিলারা নিজ সুরক্ষা ও আত্মরক্ষার প্রয়োজনে যাতে তৎক্ষণাৎ বিপদে পড়লে মোকাবিলা করে নিজেদের সুরক্ষিত করতে পারে তার তাগিদেই এ দিনের এই প্রশিক্ষণ শিবির বলে জানিয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী তনুশ্রী দেবী। এই দিন প্রায় ষাট জন মহিলা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: আজ শপথগ্রহণ, বিহারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতীশ কুমার
মহিলাদের উজ্জীবিত করতে এই দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভানেত্রী অন্তরা ভট্টাচার্য , হাসি হালদার, তন্ময় দাস, শতদল নাগ, এবং মহিলা মোর্চার পর্যবেক্ষিকা মঞ্জু মহান্তি, মহিলা আত্মরক্ষার প্রধান প্রশিক্ষিকা মৌসুমী পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।