fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

সাংসদ বাবুল সুপ্রিয়ের প্রচেষ্টায় আসানসোলে ২টি সোলার জল প্রকল্পের কাজ শেষের মুখে  

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল:  করোনা আবহের মধ্যেই জোরকদমে চলছে পানীয় জল সঙ্কট মেটাতে জল প্রকল্প তৈরীর কাজ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ার শ্যামলা গ্রাম পঞ্চায়েতে আলিনগরে সোলার জল প্রকল্পের কাজ বলতে গেলে প্রায় শেষের মুখে। ৮ লক্ষ টাকা খরচ করে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের চেষ্টায় সোলার বোরিং সিস্টেমে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়েছিলো গত জুন মাসে। চলতি আগস্ট মাসেই সেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার কথা । সেই প্রকল্প থেকে এখন  গ্রামবাসীদের জল পাওয়া শুধু সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়।

বিজেপির ” টিম বাবুল “এর জামুড়িয়ার দায়িত্বে থাকা সন্তোষ সিং বলেন, এই প্রকল্পে প্রথমে ডিপবোরিং করে পানীয় জল তোলা হবে। পানীয় জল তোলার জন্য কোনরকম বিদ্যুতের  খরচ করতে হবে না। সোলার প্যানেলের মাধ্যমে এখানে বিদ্যুৎ তৈরী করা হচ্ছে । রিজার্ভারে জল উঠে যাওয়ার পরে গ্রামবাসীরা এই প্রকল্প থেকে জল নিতে পারবেন। গ্রামের ৩০০ বাসিন্দা এর থেকে  পানীয় জল নিতে পারবেন।

বাবুল সুপ্রিয় বলেন, জামুড়িয়ায় এইরকম দুটি জল প্রকল্প তৈরি করা হচ্ছে। তারমধ্যে আলিনগরের প্রকল্পের কাজ শেষের মুখে। সাংসদ তহবিল থেকে  দুটি প্রকল্পের জন্য ১৬ লাখ টাকা দেওয়া হয়েছে। জামুড়িয়ার ২ নং ব্লকে ছত্রিশগণ্ডাতেও এইরকম সোলার জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। আরও জানা গেছে,  এইরকমই সোলার জল প্রকল্প বাবুল সুপ্রিয় তাঁর দত্তক নেওয়া গ্রাম সিধাবাড়িতে করেছেন। সেখানকার প্রকল্পটি সফল হওয়ার পর জামুড়িয়াতে তাই ঐ ধরনের জল প্রকল্প তৈরীর জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করা হয়।

প্রসঙ্গতঃ,   গত লোকসভা ভোটের প্রচারে  বাবুল সুপ্রিয়কে স্থানীয় বাসিন্দারা এলাকায় পানীয়জলের সমস্যার কথা বলেছিলেন। তারপরই এই পঞ্চায়েত এলাকায় এই ধরণের জল প্রকল্প তৈরীর চেষ্টা করে আসছিলেন বাবুল সুপ্রিয় ।

Related Articles

Back to top button
Close