fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দীপাবলিতে সুখবর পেলেন শ্রমিকরা, মিলল বোনাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে সুখবর পেলেন মিলের শ্রমিকরা। হাওড়ার জুট মিলের শ্রমিকরা বোনাস পেলেন। দীর্ঘ ৭ মাস পর অবশেষে বোনাস পেলেন হাওড়ার জুট মিলের শ্রমিকরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মিলটি ৮ মাস ধরে বন্ধ ছিল। অবশেষে এই কারখানার শ্রমিকরা বোনাস পান।

আরও পড়ুন- ১০ হাজার মুসলিম পরলেন গেরুয়া পোশাক

কারখানা সূত্রে জানা গিয়েছে যে, শুক্রবার প্রায় ৪৫০ শ্রমিক ৭০০০ টাকা করে বোনাস পান। মিলের আইএমটিউসির সভাপতি জানান যে, মিন নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা চলছিল।  মিল খোলার দাবিতে গত ১৯ সে অক্টোবর অবস্থান বিক্ষোভও করেছিলেন শ্রমিকরা।

Related Articles

Back to top button
Close