পশ্চিমবঙ্গহেডলাইন
শিশুদের দুধ ও বিস্কুট দিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ ও ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতি

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাংগাতে শিশুদের জন্য দুধ ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ ও ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতির যৌথ উদ্যোগে। উদ্যোক্তাদের পক্ষে নেপোলিয়ন বর্মন জানান শুক্রবার খোয়াড়ডাঙ্গা বাজারের পাশে এক মাঠে তাদের এই কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ তালিকায় ভুয়ো নাম! প্রতিবাদে বিজেপির বিক্ষোভ
উপস্থিত ছিলেন সংগঠনের কুমারগ্রাম ব্লক কার্যকরি সভাপতি নেপোলিয়ন বর্মন, সম্পাদক বাপ্পা অধিকারি সহ অন্যান্য সদস্যরা। বাপ্পা অধিকারি বলেন লক ডাউনের জেরে শিশুদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের এই কর্মসূচি উত্তর বঙ্গ জুড়ে চলছে। এদিন শতাধিক শিশুর অভিভাবকদের হাতে দুধ ও বিস্কুটের প্যাকেট দেওয়া হয়।