fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিশ্বখ্যাত বিজ্ঞানীকে সংবর্ধনা কালনায়

অভিষেক চৌধুরী, কালনা: কয়েকদিন আগেই স্ট্যাণ্ডফোর্ড ইউনিভাসির্টির প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞাণীদের নামের তালিকায় উঠে এসেছিলো কালনার বাসিন্দা ডঃ সঞ্জীব গঙ্গোপাধ্যায়ের নাম।কালনা থানার বাঘনাপাড়া এলাকার ওই বাসিন্দা ও নামী ওই বিজ্ঞানীকে কালনার মহারাজা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবর্ধণা দেওয়া হয়।কালনা শহরের শতাব্দী প্রাচীণ এই স্কুল থেকেই সন্জীববাবু একসময় পড়াশোনা করেছেন।তাই বিশ্বখ্যাত এইরকম এক বিজ্ঞানী ছাত্রকে সংবর্ধনা জানিয়ে যেমন খুশি ওই স্কুলের শিক্ষকরা।ঠিক তেমনিই খুশি সন্জীববাবুও।

পূর্ব বর্ধমানের কালনার বিজ্ঞানী ডঃ সঞ্জীব গঙ্গোপাধ্যায় কালনার মহারাজা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা করার পরই শিবপুর বি ই এস ইউ থেকে বি ই করেন।এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম ই  ও পরবর্তীতে খড়গপুর আই আই টি থেকে পিএইচডি করে বর্তমানে গুয়াহাটি আই আই টি তে ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন।আর ওনার গবেষনার বিষয় ছিলো পাওয়ার সিষ্টেম,সফট কম্পিউটিং এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি।

 

সম্প্রতি বিশ্ববিখ্যাত স্ট্যাণ্ডফোর্ড ইউনিভাসির্টি থেকে প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞাণীদের নামের তালিকায় তার নাম প্রকাশিত হয়।এইদিন সংবর্ধনার মন্চে সন্জীববাবু  তার স্কুলজীবনের স্মৃতিচারণা করেন।বক্তব্যে স্কুলের অতীত স্মৃতি যেমন তুলে ধরেন, তেমনি  যে, একাগ্রতার সঙ্গে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে গেলে সাফল্য আসবে বলেই বর্তমান প্রজন্মকে তিনি বার্তা দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ বলেন, আমাদের স্কুল থেকে ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন সন্জীববাবু।তার সাফল্যে আমরা যেমন গর্বিত,তেমনিই তাকে সংবর্ধনা দিতে পেরে আমরাও ভীষণ খুশি।এইরকম সাফল্য পাওয়া ছাত্র আমাদের স্কুলের ছাত্রদের কাছে উল্লেখযোগ্যভাবে  উদাহরণস্বরূপ।তাকে দেখেই অনেকেই উৎসাহ ও প্রেরণা পাবে।

 

Related Articles

Back to top button
Close