fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫৯ লক্ষ, সবচেয়ে ভয়াবহ স্থানে আমেরিকা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই খবরের শিরোনামে করোনা আক্রান্তের খবর। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শান্তিতে নেই কোনও দেশ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ৯ হাজার ৩ জন। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ০৮১। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ লক্ষ ৮১ হাজার ৯৫১ জন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে আমেরিকার। আমেরিকায় মৃতের সংখ্যা ছাড়াল ১ লক্ষ। দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৬৮ হাজার ৪৬১। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিলের স্থান।

সেখানে ৪ লক্ষ ৩৮ ৮১২ হাজার জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৬৪ জনের। এর পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৩ লক্ষ ৭৯ হাজার ৫১ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৪ হাজার ১৪২ জনের। পাশাপাশি এর মধ্যে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ছাপিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩৭,৮৩৭ জনের। চতুর্থ স্থানে রয়েছে স্পেনে। স্পেনে ২ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা ২৭,১১৯। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ১৪২ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩১ হাজারের বেশি।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭০ জনের। ফ্রান্সে সংক্রমিত ১ লক্ষ ৪৬ হাজার ২৩৮ জন। মৃত্যু হয়েছে ২৮,৬৬২ মানুষের। তুরস্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৯৭৯ আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৬১ জনের।

Related Articles

Back to top button
Close