পশ্চিমবঙ্গহেডলাইন
অভিষেক ব্যানার্জির জন্মদিনে উপলক্ষে যজ্ঞ

রুদ্র নারায়ন রায়, বনগাঁ: তৃণমূলের যুবরাজ তথা বারুইপুরের সাংসদ অভিষেক ব্যানার্জীর জন্মদিনের তার মঙ্গল কামনায় উত্তর ২৪ পরগনার সাতভাই কালিতলা পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজো দেওয়া হয় এবং যজ্ঞ করা হয়।
শনিবার সকালে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক নিরুপম রায়ের নেতৃত্বে যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা এই যজ্ঞ করে। এ বিষয়ে নিরুপম রায়, বলেন অভিষেক ব্যানার্জীর মঙ্গল কামনায় আজকের এই যজ্ঞ। সে যেন আগামীদিনে এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এই কামনা করলাম।