করোনার সচেতনতা প্রচারে ‘যমরাজ’

বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: কাকদ্বীপ শহরজুড়ে শুরু হয়েছে লকডাউন। চলবে আগামী সপ্তাহ পর্যন্ত। কিন্তু তারপরও কিছু মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। তাই হুঁশ ফেরাতে সচেতনতা প্রচারে অভিনব ভাবনা কাকদ্বীপ ব্লক প্রশাসনের। শুক্রবার কাকদ্বীপ ব্লক প্রশাসনের উদ্যোগে লোকশিল্পীরা করোনা ভাইরাস নিয়ে প্রচার চালায়। পাশাপাশি দুই ব্যক্তিকে যমরাজ সাজিয়ে চলল করোনা নিয়ে সচেতনতা। মাস্ক ছাড়া বাড়ির বাইরে দেখলেই এগিয়ে গিয়েছে দুই যমরাজ। তাঁদের হাতে ছিল মাস্ক,স্যানিটাইজার ও লিফলেট। যমরাজ গদা হাতে এগিয়ে গিয়েছে মাস্কহীন মানুষের দিকে। এগিয়ে গিয়ে করোনা নিয়ে সতর্ক করেছেন।
পাশাপাশি অযথা বাড়ির বাইরে বের হতে নিষেধ করছেন। মাস্ক না থাকলে করোনা ও যমরাজ সেজে থাকা লোকশিল্পীরাই তাঁদের হাতে তুলে দিয়েছেন মাস্ক৷ আর এভাবেই গোটা কাকদ্বীপ শহর জুড়ে চলল সচেতনতা প্রচার৷ লোকশিল্পীদের সঙ্গে ছিলেন কাকদ্বীপ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পঙ্কজ উপাধ্যায় এবং মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুন কুমার মণ্ডল। পঙ্কজ উপাধ্যায় বলেন,‘ করোনা নিয়ে লাগাতার সচেতনতা প্রচার চলছে। আজকে একটু ভিন্ন আঙ্গিকে প্রচার করা হল। মানুষের হাতে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে।