পশ্চিমবঙ্গহেডলাইন
সুশ্রী কায়াকল্পে রাজ্যে দ্বিতীয় হল আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীন হাসপাতাল

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম : সুশ্রী কায়াকল্পে রাজ্যে দ্বিতীয় হল আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীন হাসপাতাল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হাসপাতাল গুলি পরিদর্শন করে রোগী পরিষেবা, হাসপাতালের পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট পাঠান।
সেই রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্য দফতর এই প্রকল্প্রে হাসপাতালগুলিকে পুরষ্কৃত করেন। পুরষ্কারের অর্থমুল্য হাসপাতালের উন্নয়নে ব্যয় করা হয়। এই পুরষ্কার পাওয়ায় খুশী হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা সহ এলাকার সকলেই।