‘পান থেকে চুন খসলেই’- তৃণমূলের নিশানায় বিজেপি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পান থেকে চুন খসলেই’- তৃণমূলের নিশানায় এখন বিজেপি। তৃণমূলের ছোট থেকে বড় সব নেতাই রাজনীতির স্বার্থে টার্গেট করছে বিজেপিকে। সোমবারও সোশাল মিডিয়ায় দিলিপ ঘোষকে মাফিয়ারাজ নিয়ে কটাক্ষ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে অভিষেক বলেন, ‘উত্তরপ্রদেশ আর বিহারে ওনাদের সহযোগিতায় নিতিশ কুমার যে মাফিয়া রাজ কায়েম করে রেখেছে সেকথা স্বীকার করার জন্য দিলীপ ঘোষকে অনেক অনেক ধন্যবাদ।’ সম্প্রতি দিলীপ ঘোষ বাংলার মাফিয়া রাজ নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যের শাসক দলকে। এদিন তার পাল্টা প্রতিক্রিয়া দিলেন অভিষেক।
অন্যদিকে হাথরস বিতর্কের মাঝে আলিগড়ে সম্প্রতি ধর্ষণে এক বালিকার মৃত্যু হয়েছে । এরপর টুইটে ক্ষোভ জানিয়েছেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী নুসরৎ জাহান । নুসরৎ বলেন, ‘আমি বিরক্ত ! আমি ভীত ! ওর বয়স মাত্র ছয় ! নরেন্দ্র মােদীজী , আপনি গাম্ভীর্য থেকে বেড়িয়ে আসুন ! আপনি দেশের সব মেয়ের সুরক্ষায় ব্যর্থ হচ্ছেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মেয়েদের একি দূর্দশা ! আপনি এখনও চুপ কেন?’