উত্তরপ্রদেশে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যোগী আদিত্যনাথের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শপথবাক্য পাঠ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র তারকা নেতৃত্ব। যোগীকে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন উত্তর প্রদেশের বিরোধী রাজনৈতিক দলের প্রধান অখিলেশ যাদব ও মায়াবতী, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। যোগীর শপথ গ্রহণকে কেন্দ্র করে এদিন তারকা সমাবেশ ছিল চোখে পড়ার মতো।বিশিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষই অনুষ্ঠানে শামিল হয়।
এবারও যোগীর ক্যাবিনেটে থাকছেন দুজন উপমুখ্যমন্ত্রী। কেশবপ্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের সঙ্গে এদিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আরও ৫২ জন।
পুরো স্টেডিয়াম জুড়ে পোস্টার দেওয়া হয়েছে ‘নয়া ভারত কা নয়া ইউপি।’ আগামী দিনে উত্তর প্রদেশের আরও উন্নয়ন হবে, ভোটের আগে সেই বার্তাই দিল প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
যোগী আদিত্যনাথের দুই জন ডেপুটি থাকবেন। উত্তর প্রদেশ নির্বাচনে যেখানে বিজেপি প্রচুর ভোটে জয়ী হয়েছে সেখান থেকেই হেরে গিয়েছিলেন কেশব প্রসাদ মৌর্য্য। তিনিও এদিন শপথ নেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে।