fbpx
দেশ

ভগবান রূপে পূজিত হচ্ছেন যোগী আদিত্যনাথ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীর নামে এই প্রথম কোনও মন্দিরে তাঁর আদলে বিগ্রহ নিমার্ণ করে চলছে পুজোর্চ্চনার কাজ। তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের প্রধান মহন্ত (যোগী) আদিত্যনাথ নিজে সন্ন্যাসদীক্ষায় দীক্ষিত। কিন্তু অযোধ্যার ভরতকুণ্ডের কাছে পুরওয়া গ্রামের ওই মন্দিরে যোগীর মূর্তিকে গড়ে তোলা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান রামের অবতারের আদলে। যোগীর এক পরম ভক্ত এই মন্দির গড়ে তুলেছেন। সেখানে চলছে যোগীর নামে ভজন গাওয়া থেকে সন্ধ্যা আরতি। গেরুয়া বস্ত্র পরিহিত যোগীর হাতে রয়েছে ধনুক, পিঠে তূণ।

অযোধ্যা রাজ্য থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের নির্মাতা প্রভাকর মৌর্য একজন যোগী প্রচারক বলেই পরিচিত। যোগীর প্রশংসায় প্রভাকরের লেখা ভজনই বাজানো হয়েছে মন্দিরে। যোগীর মূর্তিটি তৈরি করেছেন প্রভাকরের এক বন্ধু। দুই মাস আগেই এই মূর্তি তৈরি করা হয়। প্রভাকর মৌর্য ২০১৪ থেকে যোগী প্রচারক বলে পরিচিত। মন্দিরটির প্রচারের জন্য ভজনের অডিও ও ভিডিও ক্যাসেট প্রস্তুত করা হচ্ছে।

 

 

Related Articles

Back to top button
Close