গুরুত্বপূর্ণদেশহেডলাইন
রাজ্য থেকে শ্রমিক নিতে গেলে অনুমতির প্রয়োজন, ঘোষণা যোগী আদিত্যনাথের
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: যোগী রাজ্য থেকে শ্রমিক নিতে গেলে এবার নিতে হবে অনুমতি। এমনই ঘোষণা যোগী আদিত্যনাথের। তিনি জানিয়েছেন যে, রাজ্যের শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও বিমার অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন যে, সরকারের অনুমতি ছাড়া অন্য রাজ্য থেকে লোক নিয়ে যেতে পারবে না কেউ।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, শ্রমিকদের সামাজিক সুরক্ষার যাবতীয় দায় নিয়েছে তাঁর সরকার। এই সুরক্ষার মধ্যে শ্রমিকদের জন্য বিমার ব্যবস্থাও রাখা হয়েছে। শ্রমিকদের পিছনে সরকার থাকবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশের শ্রমিকদের জন্য স্কিল ম্যাপিং করা হচ্ছে। এরপর তাঁদের কাদের বন্দোবস্ত করতে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন তিনি আরও জানান যে, লকডাউনের সময় সরকারের হিসেব অনুযায়ী প্রায় ২৩ লক্ষ শ্রমিক রাজ্যে ফেরত এসেছে।