উত্তরপ্রদেশ ধর্ষণকাণ্ডে ধর্ষিতার বাবার সঙ্গে ভিডিও কল যোগী আদিত্যনাথের, পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ঘোষণা
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণকাণ্ডে ধর্ষিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। এমনকি নির্যাতিতর পরিবারকে একটি আবাস দেওয়ারও ঘোষণাও করেছেন তিনি। হাথরসে ধর্ষিতার বাবার সঙ্গে ভিডিও কল করে কথা বলেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের হাথরসে ওই তরুণীকে গণধর্ষণ করে হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিতার বাবার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। তিনি নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দেন। জানা গিয়েছে যে, এই ধর্ষণ কাণ্ডের মামলার নিষ্পত্তি করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে।
১৪ সেপ্টেম্বর মা, ভাইয়ের সঙ্গে হাথরাসের ক্ষেতে কাজ করতে গেছিলেন ২০ বছরের দলিত তরুণী। গলায় ওড়না বেঁধে বাজরার ক্ষেতে টেনে নিয়ে যায় চার যুবক। সকলেই উচ্চবিত্ত। সেখানে গণধর্ষণ করে। মেরে হাড় গুঁড়িয়ে দেয়। জিভ কেটে নেয়। পঙ্গু হয়ে আইসিইউ-তে শুয়ে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন তিনি। মঙ্গলবার লড়াই শেষ হয় তাঁর। দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান। এই নিয়ে উত্তাল হয় গোটা দেশ।