fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

এবার বিমানবন্দরের নামের সঙ্গেও জুড়লেন ‘শ্রীরাম’, বড় সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের  

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অযোধ্যা বিমানবন্দরের নাম বদলানোর সিদ্ধান্ত নিল যোগী প্রশাসন। জানা গিয়েছে, নতুন নামকরণ হচ্ছে শ্রীরামের নামে। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অযোধ্য বিমানবন্দরের নতুন নাম হবে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর’। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নাম শ্রীরামের নামে করার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

         আরও পড়ুনঃ করোনা আবহের মাঝে কলকাতায় পৌঁছল এক হাজার ‘কো-ভ্যাকসিন’ টিকা

নাম বদলে নতুন নাম হবে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট। রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব পাস করান হবে এবং তা পাঠানো হবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে। অন্যদিকে, রাজ্য সরকার সূত্রে খবর, অযোধ্যা বিমানবন্দর হবে আন্তর্জাতিক মানের। এর জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে  ২০২১ সাল।

          আরও পড়ুনঃ ধান চুরি করে পালাতে গিয়ে গাড়ি সহ ধৃত ২ চোর, পলাতক আরও ২

রাজ্যের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানান, রাম মন্দির তৈরি হয়ে গেলে দেশ ও বিদেশের বহু পর্যটক অযোধ্যায় আসবেন।  তাই বিমান বন্দরও হবে আন্তর্জাতিক মানের।

 

Related Articles

Back to top button
Close