গুরুত্বপূর্ণদেশহেডলাইন
ফিল্ম সিটির পর এবার ফার্মা ডিভাইস পার্ক তৈরি করবে যোগী সরকার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফিল্ম সিটির পর এবার ফার্মা ডিভাইস পার্ক তৈরি করবে উত্তরপ্রদেশের যোগী সরকার। জানা গিয়েছে, গ্রেটার নয়ডায় ইয়ামনা এক্সপ্রেসওয়েতে নির্মিত হতে চলেছে এই ফার্মা ডিভাইস পার্ক।
কোটি কোটি মানুষের স্বাস্থ্য সম্পর্কিত এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজ উদ্যোগেই এগিয়ে গিয়েছেন। গ্রেটার নয়ডায় ইয়ামনা এক্সপ্রেসওয়েতে প্রায় ৩৫০ একর জমির উপরে নির্মিত হবে এই ফার্মা ডিভাইস পার্ক। আনুমানিক ৫২৫০ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়াকে এই মেডিকেল পার্কের সুযোগ সুবিধা সম্বন্ধে জানিয়েছেন। সেইসঙ্গে নয়ডায় এই ফার্মা ডিভাইস পার্ক তৈরির সম্মতি প্রদানের জন্য অনুরোধও করেছেন।