fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিচার চেয়ে জাতীয় পতাকা  নিয়ে আসানসোলে মিছিল ইয়ং সিটিজেনের

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল:  বলিউডের অভিনেতা সুশান্ত  সিং রাজপুতের মৃত্যুর বিচার  চেয়ে  বুধবার  আসানসোলের রেলপার এলাকায় শান্তি মিছিল করল আসানসোল ইয়ং সিটিজেন। দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে এদিন শান্তি মিছিল করেন এলাকার  যুবরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে  “জাস্টিস ফর সুশান্ত” স্লোগান তুলে মিছিল করা হয়। বলা হয় যে, আমরা চাই সঠিক ভাবে  তার মৃত্যুর তদন্ত করা হোক।  আসানসোল পুরনিগমের সামনে এসে সেই মিছিল শেষ হয়।

[আরও পড়ুন- বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয়ের বাড়িতে পুলিশি তল্লাশি, উচ্চ আদালতে যাওয়ার হুমকি সাংসদের]

উল্লেখ্য, মৃত্যুর মাস দুয়েক পর অবশেষে সুশান্তের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য সিবিআই তদন্তের দাবিতে সিলমোহর বসায় সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায় বিহার পুলিশের সম্পূর্ণ অধিকার আছে সিবিআই-এর তদন্তে সুপারিশ করা। আর সেই নির্দেশ মেনে চলতে হবে মহারাষ্ট্র পুলিশকেও। অভিনেতার মৃত্যু নিয়ে বিহার কিংবা মহারাষ্ট্র পুলিশের মধ্যে কম তরজা হয়নি। তবে এবার সুপ্রিম কোর্ট বুধবার সকালে সাফ জানিয়জান্দেয় কোনও রাজ্য পুলিশ নয়, একমাত্র সিবিআইয়ের তরফেই সুশান্তের মৃত্যুর তদন্ত করা হবে।

 

 

Related Articles

Back to top button
Close