পুকুরে যুবকের মৃতদেহ, চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি, পটাশপুর (পূর্ব মেদিনীপুর): পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সাত সকালের স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনা জানাজানি হতেই গ্রামের বাসিন্দারা ভিড় জমাতে থাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা অমর্ষি এলাকায়।পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘূর্ণিঝড় আম্ফানের ঘৃণিঝড়ে পড়ে যুবকের মৃত্যু হয়েছে নাকি মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় এক বাসিন্দা গৌতম বেরা বলেন, সকালের পুকুরে ভাসতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ মৃতদেহটি পুকুর থেকে তুলে আনলেও গ্রামের কেউ যুবককে চিহ্ন করতে পারেনি। জানাজানি হওয়ার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল বলেন ময়না তদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালের পাঠানো হয়েছে। মৃত যুবককে পরিচয় উদ্ধার করতে সব রকমের তদন্ত শুরু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে। ওসি আরও বলেন পরিচয় উদ্ধার করতে মৃত যুবকের ছবি সব থানাতে পাঠানো হয়েছে।