দোষীদের কড়া শাস্তির দাবিতে যুব জনরোষে উত্তাল ধানতলা

নিজস্ব সংবাদদাতা, ধানতলা : নাবালিকা ধর্ষণে অভিযুক্ত মঙ্গল বিশ্বাস (১৭)-কে গ্রেফতার করলেও অপর আসামি বেদ্যনাথ বিশ্বাস (৪২) এখনও ফেরার। ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী। বগুলা সহ পার্শ্ববর্তী এলাকার যুব জনরোষে উত্তাল ঘুঘুরগাছি।
আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত
সবর্ধিত বগুলা এলাকার তরুণ প্রজন্ম, হাঁসখালি থানা এলাকার রূপদাহ সহ ঘুঘুরগাছি গ্ৰামে সুবিশাল জমায়েত সহ ক্ষোভ মিছিলে উত্তপ্ত করে দেয় এলাকা।ঘটনায় অভিযুক্ত আসামি বৈদ্যনাথ বিশ্বাসকে অবিলম্বে গ্ৰেফতার সহ নির্যাতিতার ন্যায় বিচার সহ অভিযুক্ত দুই আসামির দৃষ্টান্তমূলক কড়া শাস্তির দাবিতে প্ল্যাকার্ড সহ ঐতিহাসিক বিক্ষোভ মিছিলে এলাকা স্তব্ধ। প্রশাসনকে দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি সহ গ্ৰামবাসীকে গর্জে ওঠার আওয়াজ তোলা হয় এই ধীক্কার মিছিল থেকে। ন্যাক্কারজনক এই ঘটনায় শান্ত গ্ৰাম উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে পুলিশি টহলদারি তে এলাকার পরিবেশ থমথমে।