fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জমি নিয়ে বিবাদের কারণে কুড়ুল দিয়ে কুপিয়ে দাদাকে খুন করল ছোট ভাই

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বাড়ির জমির অংশ নিয়ে ঝগড়া চলাকালীন কুড়ুল দিয়ে কুপিয়ে নিজের দাদাকে খুনের অভিযোগ উঠলো ছোট ভাইয়ের বিরুদ্ধে । মৃতর নাম আব্দুল ওহাব মণ্ডল (৫৪)। রবিবার রাতে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের কুচুট পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে ।সোমবার মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে ।মৃতর মেয়ে হাবিবা সিদ্দিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার মৃতর ভাই আব্দুল রফিক মণ্ডল এবং তাঁর স্ত্রী বদরুন্নেশা মণ্ডল ও ছেলে আসিফুল মণ্ডলকে পাকড়াও করেছে । অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছে মৃতর পরিবার ।

মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও ) আমিনুল ইসলাম খান জানিয়েছেন , রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ পুলিশ জানতে পারে  চণ্ডীপুর গ্রামে জমিজমা নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে । পুলিশ সেখানে পৌছে কুড়ুলের আঘাতে জখম আব্দুল ওহাব মণ্ডল ও তাঁর কন্যাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । আঘাত গুরুতর থাকায় আব্দুল ওহাব ও তাঁর এক কন্যাকে রাতেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে গভীর রাতে আব্দুল ওহাব মারা যান ।  এই ঘটনায় মৃতর ছোট ভাই সহ তাঁর পরিবারের তিন জনকে ধরা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ চলছে । মৃতর পরিবারের অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

বাবাকে হত্যার ঘটনা নিয়ে এদিন দুপুরে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার মেয়ে হাবিবা সিদ্দিকা। পুলিশকে
তিনি জানিয়েছেন, বাড়ির জমির অংশ নিয়ে রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ তাঁর বাবা আব্দুল ওহাব মণ্ডলের সঙ্গে কাকা আব্দুল রফিক মণ্ডলের ঝগড়া শুরু হয় । হাবিবা বলেন , তিনি এবং তাঁর দিদি আসমা বেগম বাবা ও কাকাকে বুঝিয়ে ঝগড়া থামানোর চেষ্টা শুরু করেন । কিন্তু কাকা আব্দুল রফিক কোন কথা কর্ণপাত না করে তাঁর বাবাকে ধরে টেনা হেঁচড়া শুরু করে দেয় । ওই সময়ে কাকিমা বদরুন্নেশা মণ্ডল ও তাঁর ছেলে আসিকুল মণ্ডলও কাকার সঙ্গে যোগ দেয় । হাবিবা বলেন ,ওই তিনজন মিলে তাঁদের সবাইকে মারধোর শুরু করে ।তারই মধ্যে হঠাৎ করে আব্দুল রফিক ঘরে ঢুকে কুড়ুল বের করে এনে এলোপাতারি কুড়ুল চালাতে শুরু করে । কুড়ুলের আঘাতে তাঁর বাবা ও দিদি মারাত্মক জখম হয় ।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌঁছে তাদের মেমারি হাসপাতালে নিয়ে যায় । হাবিবা সিদ্দিকা জানিয়েছেন , আঘাত গুরুতর থাকায় তার বাবা ও দিদিকে রাতেই বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় ।সেখানেই এদিন ভোররাতে তাঁর বাবা আব্দুল ওহাব মণ্ডল মারা যান । চিকিৎসাধীন রয়েছেন দিদি আসমা বেগম । বাবার মৃত্যুর জন্য তিনি কাকা , কাকিমা ও খুড়তুতো ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।

Related Articles

Back to top button
Close