মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীকে অপহরণের অভিযোগে গ্ৰেফতার যুবক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে গ্ৰেফতার হল এক যুবক। ধৃতের নাম দীপু খারাত। তার বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের অমরপুরে। খণ্ডঘোষ থানার পুলিশ শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্ৰেফতার করে। যুবকের বাড়ি থেকে উদ্ধার হয় মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরী। শনিবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী শুক্রবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বছর ১৬ বয়সী মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরীর বাড়ি খণ্ডঘোষ থানার খেজুরহাটি গ্রামে।গত ১৯ আগস্ট সকাল ৯টা নাগাদ ওষুধ কেনার কথা বলে সে খেজুরহাটির বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাঁর আর হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে কিশোরীর খোঁজ না পেয়ে তাঁর বাবা খণ্ডঘোষ থানায় সবিস্তার জানান। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন, দীপু ওই কিশোরীকে অপহরণ করেছে। এরপর দীপুকে গ্ৰেফতার পাশাপাশি কিশোরীকে উদ্ধার করতেও পুলিশ সক্ষম হয়।