fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কেতুগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ধৃত যুবক

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম:  আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম সাইদুল শেখ(২৫)। কাটোয়া থানা এলাকার হরিপুর গ্রামে তার বাড়ি । ধৃতের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং ৪ রাউণ্ড গুলি উদ্ধার করেছে পুলিশ । তারপর সাইদুলকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন: কম্পোজ করা মানুষমুখী জন্তুর আতঙ্ক পুরুলিয়ায়, ব্যবস্থা নিচ্ছে বনবিভাগ ও পুলিশ

জানা গেছে, সোমবার দুপুরে কেতুগ্রামের চরকি বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করছিল সাইদুল শেখ । সেই সময় কাছাকাছি ট্রাফিক ডিউটি করছিলেন মনোরঞ্জন ঘোষ নামে এক সিভিক ভলেন্টিয়ার। কাছেই সড়কপথের টোল ট্যাক্স আদায়ের কর্মীরা টোলট্যাক্স আদায় করছিলেন । সাইদুলের গতিবিধি দেখে তাদের সন্দেহ হওয়ায় বিষয়টি তাঁরা মনোরঞ্জনবাবুকে বলেন । তখন মনোরঞ্জনবাবু আরও দুজন সিভিক ভলেন্টিয়ারকে ডেকে এনে যুবককে আটক জিজ্ঞাসাবাদ শুরু করেন । পাশাপাশি থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে তল্লাশি চালালে ওই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । পরে গ্রেফতার করা হয় তাকে।

Related Articles

Back to top button
Close